টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, ২৫০/২ (৫৬ ওভার), খেলা চলছে
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শ্রীলংকার বিপক্ষে টস জিতে চিটাগাং টেষ্টে ব্যাট করছে বাংলাদেশ। দারুন খেলে যাচ্ছে বাংলাদেশ। শুরুতেই তামিম ইকবাল বেশ কয়েকটি বাউন্ডারী হাকিয়ে দলকে মজবুত অবস্থানে দাড় করান। বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৭২ রানের মাথায়। এ সময়ে তামিম ইকবাল বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার আগে তিনি ৬টি চারের সাহায্য ৫৩ বলে ৫২ রান করেন।
দলীয় ১২০ রানের মাথায় ইমরুল কায়েস এলবিডাব্লিও হয়ে আউট হন। তিনি ৭৫ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪০ রান করেন। দারুন খেলে যাচ্ছেন ওয়ানন্ডার বয় মমিনুল হক। ১৩টি চারের সাহায্যে ১০৩ বল খেলে তিনি ১০৭ রান করেন। মুসফিকুর রহিম ১০৭ বলে ৪৭ রান করেন। মুশফিক-মমিন জুটি এ পর্যন্ত ১৩০ রান যোগ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ২৫০/২ (৫৬ ওভার)। খেলা চলছে ………