আগামীকাল অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন শেখ হাসিনা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামীকাল বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন। ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। সরকারী ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে। মাঝে লান্স ও নামাজের জন্য এক ঘন্টা বিরতি থাকবে। এবার মেলায় ২টি রেস্টুরেন্ট সার্বক্ষনিক খোলা থাকবে।
মেলার মুল মঞ্চে প্রতিদিনই থাকবে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা। দেশী-বিদেশী কবি-সাহিত্যিকরা এই আলোচনায় অংশ গ্রহন করবে। ২২ থেকে ২৩ ফেব্রুয়ারী এই মেলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্টিত হবে। এটিও শেখ হাসিনা উদ্বোধন করবেন।