শাহজালাল বিমান বন্দরে উচ্চ ক্ষমতা সম্পূর্ন ড্রোন আটক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ন ড্রোন আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ সোমবার গভীর রাতে এক বিদেশি যাত্রীর কাছ থেকে ডিজেআই ব্র্যান্ডের এই ড্রোনটি আটক করে। আমেরিকান পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির যার পাসপোর্ট নম্বর ৫১০৫২৭৩৯০।
২২ বছর বয়সী মার্ক গত ২৬ তারিখে কোন রকম ঘোষনা ছাড়াই আমিরাতের একটি ফ্লাইটে ড্রোনটি নিয়ে আসেন। গতকাল মাঝ রাতে তার চীনের গুয়াজু হয়ে আমেরিকায় যাওয়ার কথা ছিল। এই সময় তিনি ফ্লাইটের জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে মার্ক জানিয়েছেন, ড্রোনটি দিয়ে তিনি দেশের ভিতরে স্থির চিত্র ও ভিডিও ধারন করেছেন। ড্রোনটিতে ৯টি ক্যামেরা রয়েছে। ড্রোনটির ম্যমরি কার্ড পরীক্ষা করে দেখছে গোয়েন্দারা। উল্লেখ্য সুনির্দিষ্ট ঘোষনা ছাড়া বাংলাদেশে ড্রোন আনা নিষিদ্ধ।