প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যপী সফরে এখন সিলেটে রয়েছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী বিমান বন্দরে পৌছেছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে যান। তিনি সেখানে প্রথমে হযরত শাজালাল (রঃ), হযরত শাহ পরান (রঃ) ও হযরত গাজী বোরহানউদ্দিন (রঃ) এর মাজার জিয়ারত করবেন।
তারপর তিনি সিলেটে ১৪টি উন্নয়ন কাজ উদ্ভোধন করবেন ও ১৪টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকালে শেখ হাসিনা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক জন সমাবেশে ভাষণ দেবেন। তার সফর সঙ্গীদের মধ্য রয়েছেন, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এই সফরের মধ্য দিয়ে তিনি কার্যত নির্বাচনী প্রচারনা শুরু করলেন।