খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজপথ দখলে রাখবো-সাঈদ খোকন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামীলীগ নেতা সাঈদ খোকন বলেছেন, খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজপথ দখলে রাখবেন। ৮ই ফেব্রুয়ারী জিয়া অর্ফানেজ ট্রাষ্ট মামলার রায়কে কেন্দ্র করে বিশৃংঙ্খলা তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনিসহ দক্ষিন সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরা আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে সতর্ক অবস্থায় থাকবেন যাতে করে কেউ সেদিন জনগনের গায়ে একটি আচলও দিতে না পারেন।

গতকাল সোমবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুরাতন ঢাকায় অবস্থিত অস্থায়ী আদালতটি ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *