তৃতীয় মহাবিপদে বিএনপি: মাহবুবউদ্দিন খোকন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

তৃতীয় বারের মত মহাবিপদে আছে বিএনপি। বিএনপির যুগ্ন মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন নিউইয়র্কে এক আলোচনা সভায়  এই কথা বলেন। তিনি বলেন, বিএনপি প্রথমবার মহাবিপদে পড়েছিল জিয়াউর রহমানের হত্যার পর। এই সময় এরশাদ সরকার বন্দুকের নল ঠেকিয়ে বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল। আর দ্বিতীয়বার মহাবিপদে পড়েছিল ২০০৭ সালের ১১ জানুয়ারির পর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, “তৃতীয়বারের মত বিএনপি বড় ধরনের হুমকির মুখে পড়েছে বর্তমান সময়ে। কারণ বিএনপি মনে করে বাংলাদেশ ফর বাংলাদেশিজ। অপরদিকে আওয়ামী লীগ মনে করে, বাংলাদেশ ফর ইন্ডিয়ানস অ্যাজওয়েল।”

Leave a Reply

Your email address will not be published.