ঢাকায় তৈরী হচ্ছে আজব এক পার্ক, নাম তার ‘গোস্বা নিবারণী পার্ক’
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শিরোনাম দেখে কি ভাবছেন, বাস্তবেও কি এমনটি হচ্ছে? আসলেই ঢাকার প্রান কেন্দ্র গুলিস্তানের ওসমানী উদ্যানে এই পার্ক তৈরীর কাজ ইতিমধ্যই শুরু হয়ে গেছে। যার নাম দেওয়া হয়েছে ‘গোস্বা নিবারণী পার্ক’। ঢাকায় ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মিত হচ্ছে। আর গেল শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সাঈদ খোকন বলেন, অনেক সময় মান, অভিমান, গোস্বা হয়ে থাকে। এখানে জলের আধার থাকবে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। সুন্দর এই পার্কের পরিবেশে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, মন ও শরীর উৎফুল্ল লাগবে। আর তখন নিজের অজান্তেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে। পার্কের পরিবেশের সাথে একাকার হয়ে যাবে মন। এমন চিন্তা থেকেই এটি্ তৈরী করা হচ্ছে এবং নাম দেওয়া হয়েছে ‘গোস্বা নিবারণী পার্ক’।এই পার্কটির চারদিক খোলা থাকবে। নব চেতনার এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধাসহ আরো অনেক কিছু থাকবে গোস্বা নিবারনের জন্য। আগামী ৯/১০ মাসের মধ্যই পার্কটির নির্মান কাজ শেষ হবে।