সিরিয়ায় আইএসের ফেলে যাওয়া আস্তানা থেকে ইসরায়েলী অস্ত্র উদ্ধার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারও প্রমান হল আইএসআই ইসরায়েলের গড়া জঙ্গি সংগঠন। ইসরায়েলের স্বার্থে ও মদদে মুসলমানদের বিপক্ষে এই এই জঙ্গি সংগঠনটি কাজ করে থাকে। মুসলমান দেশগুলিতে অশান্তি সৃষ্টি করে দুর্বল করে উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করে দেওয়াই হল ইসরায়েলের মুল উদেশ্য। সম্প্রতি ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে এই জঙ্গি সংগঠনটি ব্যপক হত্যা ও ধ্বংস যজ্ঞ চালিয়ে এই দেশগুলিকে প্রায় ধ্বংশের শেষ প্রান্তে নিয়ে গেছে। এই সমস্ত দেশে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আর ইসরায়েল মুসলমানদের দিয়েই এই ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে মুসলমানরাই আইএসের হয়ে যুদ্ধ করে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে।
সম্প্রতি রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনী সিরিয়ার অধিকাংশ ঘাটি থেকে আইএসকে হটিয়ে দিয়েছে। আইএসের পরিত্যক্ত ক্যাম্পগুলি থেকে প্রচুর পরিমান বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র, মর্টার ও রকেট লান্সার উদ্ধার করেছে। এই অস্ত্রগুলি সবই ইসরায়েলের তৈরী বলে জানা গেছে। এর মধ্য কিছু অস্ত্র ইউএসেরও রয়েছে। এতেই প্রমান হয় আইএস ইসরায়েলেরই সৃষ্টি এবং তাদের স্বার্থেই কাজ করে মুসলমানদের ধ্বংস করার জন্য।