পদ্মা সেতু মানে উন্নত মম শির, যার ৩০০ মিটার ইতিমধ্যেই দৃশ্যমান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ সকালে ২য় স্পেনটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব রুপ ধারন করেছে। ৩৮ ও ৩৯ নং পিলারের মধ্য সংযোগকারী স্পেনটি গতকাল শনিবার থেকে বসানোর কাজ শুরু হয়ে আজ সকাল ৮টায় শেষ হয়েছে। আর এর মধ্য দিয়ে পদ্মা সেতু নিয়ে যে সমস্ত দেশী বিদেশী চক্রান্ত করেছিল তারা দাত ভাঙ্গা জবাব পেয়েছে। আর জাতির সামনে তথাকথিত ঐ সমস্ত সুশীল সমাজের মুখোশ উম্মোচিত হয়েছে।

তবে এবার স্পেন বসানোর সময় সাংবাদিকদের রাখা হয় নাই। উদ্ভোধনী হওয়ায় প্রথম স্পেনটি বসানোর সময় সাংবাদিকদের রাখা হয়েছিল। এখন থেকে প্রতিমাসে একাধিক স্পেন বসানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আরো দ্রুত গতিতে কাজ চলবে। পদ্মা সেতুর একেকটা স্পেনের দৈর্ঘ ১৫০ মিটার ও ওজন ৩ হাজার ১৪০ টন। আর অল্প কালের মধ্যই সমগ্র দক্ষিন ভঙ্গের মানুষের প্রতিক্ষার অবসান ঘটবে এই সেতু ব্যবহার উপযোগী হওয়ার মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *