আইপিএল নিলামে সাকিবের থেকে বেশী দামে বিক্রি হয়েছে মোস্তাফিজুর রহমান
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আইপিএলেরর নিলামে সাকিব আল হাসান থেকে বেশী দামে বিক্রি হয়েছেন তরুন টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানকে ২ কোটি ২০ লাখ রুপী দিয়ে কিনে নিয়েছে মোম্বাই ইন্ডিয়ান। গত মৌসমে তিনি সান রাইজার হায়দারাবাদের হয়ে খেলেছিলেন।
অপরদিকে সাকিব আল হাসানকে ২ কোটি রুপী দিয়ে কিনে নিয়েছে সান রাইজার হায়দারাবাদ। বিগত মৌসমেগুলিতে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছিলেন। এ পর্যন্ত নিলামে সব চেয়ে বেশী দামে বিক্রি হয়েছেন বিরাট কোহলি। রয়েল চ্যালেঞ্জার বাঙ্গালুর তাকে ১৭ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে।