সর্বজনীন উন্নয়ন সূচকে চীনের পরেই বাংলাদেশের অবস্থান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উন্নয়নশীল দেশগুলোর সর্বজনীন উন্নয়ন সূচকে এশিয়ার মধ্যে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। ভারত ও পাকিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে। ৭৪টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪। চীনের অবস্থান ২৬ এবং ভারত ও পাকিস্তানের অবস্থান যথক্রমে ৬২ ও ৪৭। অপরদিকে শ্রীলংকার অবস্থান রয়েছে ৪০ নম্বরে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম সোমবার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স বা আইডিআই প্রকাশ করে। গত বছরই ফোরাম প্রথম এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছিল। ১০৩টি দেশকে দুই ভাগ করে তালিকা তৈরী করা হয়েছে। একদিকে রয়েছে ২৯টি উন্নত দেশ এবং অপরদিকে রয়েছে ৭৪টি উন্নয়নশীল দেশ। উন্নত দেশগুলির প্রথম স্থানে রয়েছে নরওয়ে ও ২য় স্থানে রয়েছে আইসল্যান্ড। আমেরিকা ২৩ নম্বরে। জার্মানি ১২, ফ্রান্স ১৮, ব্রিটেন ২১, জাপান ২৪ এবং ইসরাইল ২৫ নম্বরে আছে। অপরদিকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রথমেই রয়েছে লিথুয়ানিয়া। দু’নম্বরে হাঙ্গেরি, তিনে আজারবাইজান, চারে লাতভিয়া এবং পাঁচ নম্বরে পোল্যান্ডের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *