তুচ্ছ অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার চক্রান্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার চক্রান্ত চলছে। যার সামনে রয়েছে বাম ছাত্র সংগঠন আর নেপথ্যে চাত্রদল ও শিবির। বাম ছাত্র সংগঠনগুলির অধিকাংশই ঢাবির ছাত্র না। সরকার বিরুধী দলগুলি এই অযৌক্তিক আন্দোলনে অর্থ যোগান দিচ্ছে। এমনই অভিযোগ করছে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭টি কলেজ রয়েছে। এই কলেজ গুলির মধ্য রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ ও বদরুন্নেসা কলেজ। কয়েক যুগ ধরে এই কলেজগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই কলেজগুলির অধিভুক্তি বাতিলের দাবীতে সম্প্রতি কয়েকটি বাম ছাত্র সংগঠন আন্দোলন শুরু করে। আন্দোলনের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার তারা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। দুপুরে তারা উপচার্যের অফিসের সামনে যেয়ে অবস্থান গ্রগন করে নানা রকম অশালীন শ্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে তারা উপচার্য কার্যালয়ের সামনের দুটি গেট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। তারা সেখানে অবস্থান গ্রহন করে ভিসিকে অবরুদ্ধ করে রাখে।  বিকালেরদিকে তারা ভিসির রুমের কলাপসিবল গেটটিও ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ভিসি আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলেন। ভিসি বের হয়ে যেতে চাইলে আন্দোলনকারীরা তাকে যেতে বাধা দেয়। ফলে অবরুদ্ধ অবস্থায় থাকেন ভিসি। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকশত নেতা কর্মী বিভিন্ন হল থেকে এসে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে ভিসিকে মুক্ত করেন। এই সময় আন্দোলনরত বাম সংগঠনগুলির সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের মারামারি হয়। তাতে বেশ কয়েকজন আহত হয়।

হঠাৎ কেন বাম ছাত্র সংগঠনগুলির জোট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কলেজগুলির অধিভুক্তি বাতিলের আন্দোলন করছে তার কোন যুক্তি সঙ্গত কারন খোজে পাচ্ছেন না ঢাবির অধিকাংশ ছাত্রছাত্রী। বেশ কয়েকজন ছাত্রের সাথে কথা বলে জানা গেছে  বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার এটি একটি চক্রান্ত বলে তারা মনে করছেন। অপরদিকে অনেকে মনে করেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে ছাত্র সমাজের কাছে পরিচিত করতে ও তাদের শক্তির জানান দিতেই তারা এই অযৌক্তিক আন্দোলন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *