সিরিয়ায় কুর্দী অবস্থানের ওপর তুরস্কের বোমা বর্ষণ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তুরস্ক কুর্দী মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। তুরস্কের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আফরিন অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণও করছে। পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই তুরস্ক সেখানে কুর্দি অবস্থানগুলোর ওপর কামানের গোলা বর্ষণও করে আসছে।
সিরিয়ায় অবস্থানরত এই কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে চালানো এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’। তাদের এই অভিযানের লক্ষ মূলত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে। এই গোষ্টী দুটি তুরস্কের আভ্যন্তরীন নিরাপত্তার জন্য বেশ হুমকি বলে মনে করে তুরস্ক। আর কুর্দি মিলিশিয়াদের মূল কমান্ড পরিচালিত হয় তুরস্কের ভিতর থেকেই। এরা মূলত তুরস্কের ভেতর সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী পিকেকে-র অংশ। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, কুর্দিদের এই করিডোরটি পুরাপুরি ধ্বংস করে দেওয়া হবে।