ন্যাম ভবনে এমপি পুত্রের ঝুলন্ত লাশ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবন থেকে এমপি পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অনিক আজিজ স্বাক্ষর (২৬)। সে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লার ছেলে। মানিক মিয়া এভিনিউস্থ ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্লাট থেকে রবিবার ভোরে তার ঝুলন্ত মৃত দেহটি উদ্ধার করে পুলিশ। অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সে আত্নহত্যা করেছে। তবে আত্নহত্যার কারন এখনো জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য শহীদ সোরওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচা বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।