মুসলমানদের সাথে প্রতারনা করছে সৌদি আরব-আয়াতুল্লাহ আলী খামেনি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, সৌদি আরব মুসলিম দেশগুলির সাথে প্রতারনা করছে। তিনি গত মঙ্গলবার তেহরানে ইসলামী দেশগুলির সংসদীয় প্রতিনিধিদের এক সম্মেলনে এই অভিযোগ করেন। আল-জাজিরা জানিয়েছে, খামেনির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে সৌদি আরব মুসলিম দেশগুলির সাথে প্রতারনা করছে। তিনি বলেন, সৌদি আরব ইহুদীদের মদদ দিচ্ছে। জেরুজালেম ফিলিস্তিনীদের রাজধানী বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি এ ক্ষেত্রে বৃথা যাবে। আমরা সকল মুসলিম দেশের সাথে কাজ করতে ও ঘনিষ্ট সম্পর্ক রাখতে ইচ্ছুক। তিনি বলেন, এমনকি অতীতে যে সমস্ত মুসলিম দেশের সাথে আমাদের চরম শত্রুতা ছিল তাদের সাথেও। মুসলিম দেশগুলি এক থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।