মায়ানমারে পুলিশের গুলিতে ৭ বুদ্ধ নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মায়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে এই হতাহতের ঘটনা ঘটেছে। আর তাতে সংখ্যা গরিষ্ট বুদ্ধরাই এবার পুলিশের নির্যাতনের স্বীকার হয়েছেন। মঙ্গলবার মারাউক ইউয়ে একটি প্রতিবাদ সভায় অন্তত পাঁচ হাজার বৌদ্ধ যোগ দিয়েছিলেন। শহরটি রাখাইনে হলেও এতদিন সেনা নির্যাতনের কবল থেকে মুক্ত ছিল।

মারাউক ইউয়ে প্রাচীন আরাকান রাজত্বের পতন উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান ছিল। প্রাচীন আরাকান সভ্যতায় মারাউক ইউ-ই ছিল রাজধানী। প্রায় দুইশ বছর আগে বার্মার সেনাবাহিনীর হাতে এই রাজত্বের পতন ঘটে। আর সেই ইতিহাস মনে রাখতে প্রতি বছরই অনুষ্ঠান হয় সেখানে। স্থানীয় মানুষ যোগ দেন এই অনুষ্ঠানে। তবে এ বছর মিয়ানমার সরকার এখানে অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় প্রায় হাজার পাচেক স্থানীয় বুদ্ধ সরকারী অফিস ঘেরাও করে বিক্ষোভ করলে পুলিশ প্রথমে রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সরকারী অফিস ভাংচুর ও লুটপাট চালালে পুলিশ গুলি চালিয়ে ৭ জন বুদ্ধকে হত্যা করে। এ ছাড়াও গুলিতে আরও ১৩ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published.