শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভিকে ঢাকায় তলব
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শামীম ওসমান ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভিকে ঢাকায় তলব করা হয়েছে। ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার শামীম ওসমান ও মেয়র আইভির সমর্থকদের মধ্য দাঙ্গা বেধে যায়। এই নিয়ে ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে গোলি বর্ষনের ঘটনাও ঘটে।
গত এক বছর যাবৎ নারায়নগঞ্জ বেশ শান্তই ছিল। কয়েকদিন আগে শামীম ওসমানের ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচ হয়েছে, জনতার মুখামুখি এক অনুষ্ঠানে আইভি এমন দাবী করে বসলে নারায়নগঞ্জের রাজনৈতিক অংগন আবার উত্তপ্ত হতে থাকে। গতকালের সংঘর্ষের মধ্য দিয়ে তার বহির্প্রকাশ ঘটে।
নারায়নগঞ্জের এই অবস্থা সারাদেশে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে হাই কমান্ড থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। এমতাবস্থায় শামীম ওসমান ও আইভি দুজনকেই নীরব থাকার জন্য হাই কমান্ড থেকে বলা হয়। অপরদিকে দুজনকেই আজ ঢাকায় তলব করা হয়েছে।