ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত ঘোষনা করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। একই সাথে নির্বাচনের তফসিল কেন বেআইনী ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম গতকাল সকালে রিট আবেদন দুটি দায়ের করেন। রিটে বিবাদী করা হয় নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের। উল্লেখ্য আইনী জটিলতার কারনে এর আগেও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন আটকে যায় বেশ কয়েকবার। আর সে জন্যই সাদেক হোসেন খোকা ৯ বছর ঢাকার মেয়র ছিলেন।