লিবিয়ায় বিমানবন্দরে সংঘর্ষে ২০ জন নিহত, আহত ৬৯ জন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
লিবিয়ার ত্রিপলী বিমানবন্দরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ৬৯ জনের মতো আহত হয়েছে। গতকাল সোমবার ত্রিপলী বিমান বন্দরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাদা গ্রুপ ত্রিপলীতে অপরাধ দমন ও সন্ত্রাসবাদ ইউনিট হিসাবে কাজ করে থাকে।
এই রাদা গ্রুপের সদস্যরা যখন কোন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যকে ধরে তখন প্রায়শই সন্ত্রাসীরা রাদা গ্রুপের সদস্যদের ওপর আক্রমন করে থাকে। গতকাল ত্রিপলীর একটি জেল থেকে সন্ত্রাসীরা পালিয়ে এসে বিমানবন্দরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। সরকারী এজেন্সীর নিরাপত্তা কর্মীরাও ওই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। হামলার পর ত্রিপলী বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।