প্রতিদিন মাত্র ৩০০ জন রোহিঙ্গা ফেরত নিবে মিয়ানমার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রতিদিন মাত্র ৩০০ জন রোহিঙ্গা শর্নাথীকে যাচাঁই বাচাই করে ফেরত নিবে মিয়ানমার। সপ্তাহে মাত্র ১৫শ জন রোহিঙ্গা ফেরত নিবে তারা। বাংলাদেশের পক্ষ থেকে সপ্তাহে ১৫ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা বলা হয়েছিল। মিয়ানমার তাতে রাজি হয়নি। বাংলাদেশের সচিব পর্যায়ের একটি দল এখন মিয়ানমার অবস্থান করছে। মিয়ানমারের সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ীই তারা সপ্তাহে ৩০০ জন রোহিঙ্গা ফেরত নিবে।
৩ মাস পর পর্যালোচনা করে এই সংখ্যা বাড়ানো হবে বলে উল্লেখ আছে চুক্তিতে। সমগ্র প্রত্যাবাসন প্রক্রিয়াটি ২ বছরের মধ্য শেষ হবার কথা রয়েছে। তবে মিয়ানমারের পক্ষ থেকে জানান হয়েছে যারা এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছে তাদেরকে আগে ফেরত নেওয়া হবে। বাংলাদেশ ৫টি ট্রানজিট পয়েন্ট দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পূর্ন করবে।