নারায়নগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে শামীম-আইভি মুখামুখি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নারায়নগঞ্জে সিটি কর্পোরেশনের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভি আবার মুখামুখি অবস্থানে। এই নিয়ে সেখানে আজ এক সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শামীম ওসমান ঘোষনা দেন, সেখানে আজ থেকে ফুটপাতে হকার বসবে। বিকাল ৪টায় কিছু কিছু স্থানে ফুটপাতে হকার বসলে আইভিসহ তার লোকজন তাদেরকে উঠিয়ে দেয়। এ নিয়ে এক পর্যায়ে শামীম ওসমানের লোকজনের সাথে আইভি সমর্থকদের মধ্য সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া/পাল্টা ধাওয় হয়। এ সময়ে গোলাগুলির শব্দও শুনা যায়। এতে উভয় পক্ষের ৫০ জনের মতো আহত হয়েছে।

এই ঘটনায় মেয়র আইভি অভিযোগ করেছেন, শামীম ওসমানের লোকজন তার নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি ডিসি ও এসপির অপসারন চেয়েছেন। শামীম ওসমান জানান, তার নেতা কর্মীরা এ ঘটনার সাথে জরিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *