টস জিতে বাংলাদেশ দলের ফিল্ডিং, জিম্বাবুয়ে ৯৮/৫(২৯ ওভার)
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ফিল্ডিং বেছে নিয়েছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৯৮ রানে ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে রয়েছে। সাকিব আল হাসান ২টি, মাশরাফি, সানজামুল ও মুস্তাফিজুর রহমান প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশে আছেন- তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মামুদুল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সানজামু ইসলাম ও মাশরাফি বিন মরতুজা। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৯৮/৫(২৯ ওভার)।