জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের ১৭০ রানের জবাবে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১২৯ বল হাতে রেখেই ঘরের মাঠে জয় তুলে নেয়। এর আগে টসে জিতে টাইগার ক্যাপ্টেন মাশরাফি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র দলীয় ২ রানের মাথায় প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপ নিয়ে খেলতে থাকে। তারপর দলীয় ৩০ রানের মাথায় জিম্বাবুয়ের ৩ উইকেটের পতন ঘটে। আর ৪র্থ উইকেটের পতন হয় ৫১ রানে। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র সিকান্দার রাজা অর্ধশতক পূর্ন করেন। বাকী আর কেহই টাইগারদের বিপক্ষে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শেষমেষ সবকটি উইকেট হারিয়ে ৪৯ ওভারে ১৭০ রান করে তারা। টাইগারদের পক্ষে সাকিব আল হাসান ৩টি এবং রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। অপরদিকে মাশরাফি ও সাঞ্জামানুল ১টি করে উইকেট পান।
জিম্বাবুয়ের ১৭০ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার তামিম ও এনামুল ভালই শুরু করেছিলেন। দলীয় ৩০ রানে এনামুল ১৪ বলে ১৯ রান করে আউট হন। তারপর তামিম -সাকিব ৭৮ রানের জুটি বাধেন। এ পর্যায়ে দলীয় ১০৮ রানের মাথায় সাকিব এলবিডাব্লিউ হয়ে আউট হন। তারপর তামিম ও মুশফিক অপরাজিত থেকে ১২৯ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন। তার আগে তামিম ৯৩ বলে ৮৪ রান ও মুশফিক ২৩ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
স্কোরঃ জিম্বাবুয়ে ১৭০/১০ ( ৪৯ ওভার)
বাংলাদেশ ১৭২/২ ( ২৮.৩ ওভার)
প্লেয়ার অব দ্য ম্যাচঃ সাকিব আল হাসান