আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব এস্তেমার প্রথম পর্ব

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মুসলমানদের ২য় প্রধান জমায়েত বিশ্ব এস্তেমা আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসলমান উপস্থিত থেকে এই আখেরী মোনাজাতে অংশ গ্রহন করে। ভোর থেকে হাজার হাজার ধর্মপ্রান মানুষ তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে পায়ে হেটে এস্তেমা ময়দানের দিকে আসতে থাকে। মোনাজাতের সময় তুরাগ পাড়ের আশেপাশের আবাসিক ও বানিজ্যিক এলাকাগুলি লোকারন্যে হয়ে যায়। এস্তেমার মূল মঞ্চ থেকে চতুরদিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাইক লাগানো থাকায় মানুষ অনেক দূরে থেকেও মোনাজাতে অংশ নিতে পেরেছে। এছাড়া রেডিও ও টিভিতে এই মোনাজাত সরাসরি সম্প্রচার হওয়ায় সারা দেশের মানুষ এর মাধ্যমে আখেরী মোনাজাতে অংশ নিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে এই মোনাজাতে অংশ গ্রহন করেন। মোনাজাতে বিশ্ব মুসলমানদের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে পরিচালনা করেন মাওলানা যোবায়ের। এবারই প্রথম বাংলায় আখেরী মোনাজাত হয়। আর এরই মধ্য দিয়ে বিশ্ব এস্তেমার প্রথম পর্বের সসাপ্তি ঘটলো। এর পর ১৯শে জানুয়ারী থেকে শুরু হবে বিশ্ব এস্তেমার ২য় পর্ব এবং শেষ হবে ২১শে জানুয়ারী।