সোমবার থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

১৫ই জানুয়ারী সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। সোমবার বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দিবা-রাত্রীর ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ইতিমধ্য জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় এসে পৌছেছে। আজ শ্রীলংকার আসার কথা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে এ দুজনের পারফর্মেন্স হতাশাজনক। এই জন্য এদেরকে বাদ দেওয়া হয়েছে।  অপরদিকে প্রাথমিক দলে ঠাই করে নিয়েছেন এনামুল হক বিজয় ও আবুল হাসান রাজু। অনেকদিন থেকে দলের বাইরে আছেন বিজয় ও রাজু। তবে ত্রিদেশীয় এই সিরিজে এদের যোগ্যতা প্রমান করার সুযোগ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *