শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১১ কেজি সোনাসহ এক জাপানী নাগরিক আটক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১১ কেজি সোনাসহ এক জাপানি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ ও দেহ তল্লাসী করে এই সোনা উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করলে সে তার সাথে স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরে তার লাগেজ ও দেহ তল্লাসী করে এই স্বর্ন উদ্ধার করা হয়। এই সময় তার দেহ থেকে ১১টি স্ব র্ণের ভার উদ্ধার করা হয়। জাপানী এই নাগরিক রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার ভোরে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। আটক যাত্রীর নাম ক্যান্জু শিবাতা।