কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ, দুপুরের পর থেকে সূর্যের দেখা মিলছে না
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নজীরবিহীন কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। ঘন কুয়াশাচ্ছন্ন এমন অবস্থা নিকট অতীতে খুব কমই দেখা গেছে। কুয়াশার কারনে ৩০ গজ দুরেও কিছু দেখা যাচ্ছে না। মহাসড়কগুলিতে দিনের বেলাতে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অপরদিকে ৮/১০ দিন যাবৎ সারা দেশে তীব্র শীত ঝেকে বসেছে। আবহাওয়াবিদরা শীত নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল তা কোন কাজে আসছে না। আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী গত মঙ্গলবার থেকেই শীত কমে যাওয়ার কথা ছিল। কিন্তু শীত ক্রমেই বেড়ে চলেছে। আবহাওয়াবিদদের পূর্বাবাস কোন কাজে আসছে না।(বিকাল ৪টায় ঢাকার কুয়াশাচ্ছন্ন আকাশ)
আজ দুপুরের পর থেকে ঘন কুয়াশার কারনে রাজধানীতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঢাকার এই অবস্থা থেকেই সারা দেশ সমন্ধে ধারনা পাওয়া যাচ্ছে। এদিকে তীব্র শীত আর কুয়াশার কারনে এস্তেমায় আগত মুসল্লীদের বেশ সমস্যা হচ্ছে। আগামীকাল রবিবার বিশ্ব এস্তেমার আখেরী মুনাজাত হবার কথা রয়েছে। বৃষ্টি হবারও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়না।