মাওলানা সাদের বক্তব্য নিয়ে তাবলীগ জামাত দ্বিধাবিভক্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মাওলানা সাদের বক্তব্যকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে তাবলীগ জামাতের মুরুব্বীরা। ভারতীয় মাওলানা সাদ সম্প্রতি নিজেকে তাবলীগ জামাতের আমির দাবী করে বসেন। অপর দিকে তিনি ফতোয়া দেন, তাবলীগ না করলে বেহেস্তে যাওয়া যাবে না। তার এই সব বক্তব্য নিয়ে তাবলীগ জামাতকে নিয়ে বিতর্ক শুরু হয়।

তবে তাবলীগ জামাতের সর্বোচ্চ পরিষদের অধিকাংশ সদস্য মাওলানা সাদের বক্তব্যের সাথে এক মত পোষন করেন না। তার এই সব বক্তব্য নিয়ে ইসলামী চিন্তাবিদরা বেশ নাখোশ হয়েছেন। এরই মাঝে একটি অংশ মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে ও চিঠি লিখে। আজ মাওলানা সাদের ঢাকা আগমনের খবর শুনে সকাল থেকে বিমান বন্দর গোল চক্করে বিক্ষোভ প্রদর্শন করে সাদ বিরোধীরা। ফলে বিমান বন্দর সড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকে। এই পরিপেক্ষিতে বিদেশ থেকে আসা যাত্রীসহ ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল শ্রেনীর মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

Leave a Reply

Your email address will not be published.