তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা সাদ বিশ্ব এস্তেমায় অংশ নিচ্ছেন না-ডিএমপি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

তাবলীগ জামাতের মুরব্বী  ভারতীয় মাওলানা সাদ বিশ্ব এস্তেমায় অংশ নিচ্ছেন না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব এস্তেমায় অংশ নেওয়ার জন্য মাওলানা সাদ গতকাল বুধবার সকালে ঢাকায় আসেন। তার আগমনের খবর শুনে বুধবার সকাল থেকে সারাদিন তাবলিগ জামাতের একটি অংশের লোকজন বিমান বন্দর গোল চক্করে জমায়েত হলে সারা দিন যান চলাচল বন্ধ থাকে। তাকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশ্ব তাবলীগ জামাতের একটি কেন্দ্রীয় পর্ষদ রয়েছে। যার প্রধান অফিস ভারতের দিল্লীতে। মাওলানা সাদ ১৩ সদস্যের ওই পর্ষদের সদস্য। সম্প্রতি মাওলানা সাদ নিজেকে তাবলীগ জামাতের আমির বলে ঘোষনা দিলে এই নিয়ে মতবিরোধ দেখা দেয়। তাবলীগ জামাতের মুরুব্বীরা দুই ভাগে ভাগ হয়ে পড়ে। তবে অধিকাংশ সদস্য মাওলানা সাদের বিরুধীতা করে আসছিল। বিশ্ব এস্তেমাকে কেন্দ্র করে বিষয়টি জটিল আকার ধারন করে। এরই মাঝে সাদ ঢাকায় আসলে সাদ বিরোধী গ্রুপের মধ্য উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে গোলযোগ বাধার সম্ভাবনা দেখা দিলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মাওলানা সাদ বিশ্ব এস্তেমায় অংশ নিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *