ডাক্তারের বিরুদ্ধে রুগী ধর্ষনের অভিযোগে মামলা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ডাক্তারের বিরুদ্ধে রুগীকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। অভিযুক্ত ডাক্তারের নাম মোঃ রিয়াদ সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট। তিনি বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন নারী রোগীকে উত্ত্যক্ত করে আসছিলেন।
রোগীনীর বাবা বাদী হয়ে গত সোমবার শাহবাগ থানায় অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মামলাটি করেন। ভুক্তভোগীকে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন কুমার বিশ্বাস আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিন তার জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ ডাক্তার রিয়াদ সিদ্দিকীকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ডাক্তার পলাতক আছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।