জিয়াউর রহমানের বহুদলীয় গনতন্ত্রের মানে হল যুদ্ধাপরাধীদের পুনর্বাসন-প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের বহুদলীয় গনতন্ত্রের মানে হল স্বাধীনতা বিরুধী ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন। তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ভাষন দেওয়ার সময় এ কথা বলেন। তিনি বলেন, দেশ যখন উন্নতিরদিকে যাচ্ছিল তখনই অন্ধকার নেমে আসে। জাতির জনককে হত্যার মধ্য দিয়ে এই উন্নতির পথ রুদ্ধ করা হয়। আর হত্যার পর বলা হয় বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলমান ছিল। কিন্তু এক সময় আইন করে এই বিচার বন্ধ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট পাকিস্তানীদের মত পেট্রল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। যারা আগুনে পুড়িয়ে জনগনকে মারে তারা জনগনের কল্যান করতে পারে না। দীর্ঘ ২৮ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়ন করতে পারে নাই। আজ দেশে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল হিসাবে নিচ্ছে বিশ্ববাসী।