ডুনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রাম্প টাওয়ারে আগুন লেগে ২ জন আহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত ট্রাম্প টাওয়ারে আগুন লেগে ২ জন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগে বলে জানা গেছে। ৫৬ তলা বিশিষ্ট এই টাওয়ারের কোলিং টাওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়নি। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে এই টাওয়ারেই স্বপরিবারে থাকতেন। আগুন লাগার সময় তিনি ওয়াসিংটনে ছিলেন।