মিয়ানমারে শুরু হয়েছে আবার নতুন চক্রান্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। কে বা কারা রোগীবাহী সেনাবাহিনীর একটি অ্যাম্বোলেন্সে হামলা করলে এর দায় দায়িত্ব আরাকান রোহিঙ্গা সালবেশন আর্মি বা আরসার ওপর দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই হামলা আরসা করেছে। তবে আরসার পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে মিয়ানমারে আরসার কোন অস্তিত্ব আছে কিনা এ নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছে। এর ফলে সেখানে বিভিন্ন ত্রান সংস্থাগুলিকে সেনাবাহিনী ঢুকতে দিবে না বলে মনে করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্ঠি হবে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা মিয়ানমার সেনাবাহিনীই করে দোষ চাপাচ্ছে আরসার ওপর। এতে করে সেনাবাহিনী আবারও রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাবে। ফলে রোহিঙ্গারা আবার দল বেধে বাংলাদেশে অনুপ্রবেশ করবে প্রান বাঁচাতে। আর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও থেমে যাবে। অপরদিকে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার বুঝাবার চেষ্টা করবে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান যুক্তিক। তাই এই হামলাকে সেনাবাহিনীর পরিকল্পিত নীল নকশা বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published.