মামলার বেড়াজালে খালেদা জিয়া, বিএনপিতে উৎকন্ঠা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মামলার বেড়াজালে আবদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এই নিয়ে বিএনপিতে উদ্ভেগ বাড়ছে। মামলার রায় নিয়ে সংকিত বিএনপির হাই কমান্ড। জিয়া অর্ফানেজ ট্রাষ্ট ও জিয়া চেরিটেবল ট্রাষ্ট মামলার যুক্তিতর্ক শেষ পর্যায়ে চলে এসেছে। আর কিছুদিন পরেই এই মামলাগুলির রায় হবে। দোষী প্রমানিত হলে সাজা হবে, স্থান হবে জেলে। সেই সাথে নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন তিনি। আর তখন বিএনপির অবস্থা কি হবে, নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না-এইসব নিয়ে চুলছেড়া বিশ্লেষন চলছে বিএনপিসহ জনমনে।বিএনপি হাই কমান্ডের কেউ কেউ বলছেন, চেয়ারপারসন জেলে থাকলেও তার নির্দেশেই দল চলবে। জেলে থেকেই তিনি নির্দেশনা দিবেন। আবার কেউ কেউ বলছেন বিএনপি চেয়ারপারসন জেলে থাকলে তার জনপ্রিয়তা বাড়বে। আবার কেউ কেউ বলছেন তিনি জেলে থাকলে দল ভেঙ্গে যাবে। হতাশায় নিমজ্জিত হবে বিএনপি। অপরদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় সাঁজা হয়ে গেছে। পুলিশের খাতায় তারেক জিয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দেশে ফিরলেই জেলে যেতে হবে তাকে। এদিকে সরকারী দল থেকে বলা হচ্ছে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক নির্বাচন যথা সময়েই হবে। তবে যতই দিন যাচ্ছে বিএনপির অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে।