গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫.১ ডিগ্রী সেলসিয়াস
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। দিনাজপুরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.১ ডিগ্রী সেলসিয়াস। এ্রর পরেই রয়েছে রাজশাহী, ৫.৩ ডিগ্রী সেলসিয়াস। এদিকে ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রী নেমে এসেছে।
শীতের প্রভাবে জীবন যাত্রা ব্যহত হচ্ছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের দূর্ভোগ বেড়েছে। সারা দেশে ঘন কুয়াশার কারনে সকল ধরনের যান চলাচল ব্যহত হচ্ছে। শীতজনিত রোগও বেড়ে চলেছে। আগামী ২ দিন এই শৈত্য প্রবাহ অব্যহত থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এর পরেও এ মাসেই আরো কয়েকটি শৈত্য প্রবাহ আসতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।