তীব্র শীতে কাঁপছে সারা দেশ, সর্বনিন্ম তাপমাত্রা ৫.৮ ডিগ্রী সেলসিয়াস
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তীব্র শীতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত। মাঝারী থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বিভিন্ন জেলায়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘন কুয়াশায় ঢেকে গেছে। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে সর্বনিন্ম তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
তীব্রশীতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সারা দেশে এই শৈত্যপ্রবাহ আরো ২/৩ দিন চলবে। এরই মাঝে শীতের প্রভাবে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে তীব্র শীত কবলিত অঞ্চলগুলিতে। শীতে শিশু ও বয়োবৃদ্ধদের সবচেয়ে বেশী সমস্যা হচ্ছে। এদিকে ঘন কুয়াশার কারনে সারা দেশে ফেরি চলাচলসহ সব রকমের যান চলাচলে ভীষন অসুবিধে হচ্ছে।