উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র নিজের দেশেই আঘাত হেনেছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শেষ পর্যন্ত উত্তর কুরিয়ার একটি ক্ষেপনাস্ত্র তার নিজের দেশেই আঘাত এনেছে। উৎক্ষেপনের কয়েক মিনিটের মধ্যই এটি বিকল হয়ে পিয়ং ইয়ং থেকে ১৪৪ কিলোমিটার দুরে টংচন শহরে ভেঙ্গে পড়েছে। আর মার্কিন গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য ডিপ্লোম্যাট’ পত্রিকা এ খবর জানিয়েছে।
মাঝারী পাল্লার হোয়াসং-১২ নামের এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। উত্তর কোরিয়া ২০১৭ এর ২৮ এপ্রিল এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। উৎক্ষেপণের কিছু পরে মাঝ আকাশে সেটি ধ্বংস হয়ে যায় বলে প্রথমে ধারনা করা হয়েছিল। পরে অবশ্য জানা যায়, ক্ষেপণাস্ত্রটি আকাশে শেষ হয়ে যায়নি। বিকল হয়ে সেটি উত্তর কোরিয়ারই একটি শহরে আঘাত হানে। বিস্ফোরণে শহরটি ক্ষতিগ্রস্তও হয়।
ক্ষেপণাস্ত্রটি পুকচ্যাং এয়ারফিল্ড থেকে উৎক্ষেপণের পর উত্তর-পূর্ব দিকে ৩৮ কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করেছিল। এর মধ্যেই ক্ষেপণাস্ত্রটির প্রাথমিক পর্যায়ের ইঞ্জিনগুলি বিকল হয়ে যায় এবং সেটি ভেঙ্গে পড়ে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে জানা যায়। উত্তর কোরিয়ার মিডিয়া অবশ্য এই ব্যপারে কোন সংবাদ ছাপেনি।