শ্রীমঙ্গলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন আহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শ্রীমঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আংশিক বিধ্বস্ত হয়ে ৪ জন আহত হয়েছে। হেলিকপ্টারটি আজ সকালে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। এতে পাইলটসহ ১৬ জন যাত্রী ছিল।
কারিগরী ত্রুটির কারণে হেলিকপ্টারটি শ্রীমঙ্গলে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে ‘জরুরি অবতরণ’ করার সময় দূুর্ঘটনায় পতিত হয়। এতে হেলিকপ্টারের পাইলটসহ ৪ জন আহত হয়েছে। যাত্রীরা সকলেই হেলিকপ্টার থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়। আহতদের শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।