বেজাই চটেছেন ট্রাম্প, সামরিক খাতে পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানের প্রতি বেজাই খেপেছেন আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প। ইংরেজী নবর্ষের শুরুতেই এক টুইটে পাকিস্তানে প্রতিশ্রুত অর্থ সাহায্য বন্ধ করে দিবেন বলে জানিয়েছিলেন। আর তার এই টুইটের ২৪ ঘন্টার মধ্যই সামরিক খাতে ২৫ কোটি ৫০ লক্ষ ডলার সাহায্য আটকিয়ে দিল মার্কিন প্রসাশন।ট্রাম্পের দাবী গত ১৫ বছর যাবৎ সন্ত্রাস দমনের নামে পাকিস্তানকে তারা বিপুল পরিমান অর্থ দিয়েছে। কিন্তু সন্ত্রাস দমনে পাকিস্তান তেমন কোন অগ্রগতি দেখাতে পারেনি। তাই ট্রাম্প ঘোষনা দিয়েছিলেন পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করে দিবেন। অপরদিকে ট্রাম্পের এমন আক্রমনে পাকিস্তানও গতকাল তার ব্যখ্যা চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছিল। তবে ডেকে এনে কি কথা বলা হয়েছে তা জানা যায়নি। পাকিস্তানও বলছে, গত কয়েক দশক ধরে তারা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে যে ব্যপক সমর্থন করে আসছিল, তা তাদের মনে রাখা উচিত। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠক ডেকেছেন।