পেরুতে মর্মান্তিক এক বাস দূুর্ঘটনায় ৪৮ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিন আমেরিকার দেশ পেরুতে এক ভয়াবহ বাস দূুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। বাসটি উপকুলীয় অঞ্চলে সমূদ্রতীরে খাড়া রাস্তা দিয়ে চলার সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে নীচে পড়ে যায়। জিয়াইএস সিস্টেমে দুটি যানই দ্রুত গতিতে চলতে দেখা গেছে। মৃতদেহগুলি দূুর্ঘটনা কবলিত বাসের ভিতর, সি বিচ ও সমূদ্র থেকে উদ্ধার করা হয়।
শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। জীবিত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। পেরুর প্রেসিডেন্ট নিহতদের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।