রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুটিনের বিরুদ্ধে লড়বেন এক মুসলিম নারী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়ান ফেডারেশনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাডিমীর পুটিনের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা দিয়েছেন এক মুসলিম নারী। আইনা গামজাতোভা নামের ওই নারী শনিবার দাগিস্তানের রাজধানী মাখাচখালায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তার স্বামী আখমাত আব্দুলায়েভ ডাজেস্তানের একজন মুফতি।
তিনি রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ‘ইসলাম ডট আরইউ’ পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি টেলিভিশন, রেডিও এবং পত্রিকা চালান। রাশিয়ায় মোট জনসংখ্যা ১৪ কোটির ওপরে। এর মধ্য মুসলিমের সংখ্যা ২ কোটি। গামজাতোভা জানেন তিনি পুটিনের বিরুদ্ধে জিততে পারবেরন না। তার এই ঘোষনা নিয়ে রাশিয়ায় ব্যপক আলোচনা চলছে। জনসংখ্যার দিক থেকে রাশিয়া বিশ্বে নবম। আর আয়তনের দিক থেকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ।