প্রাথমিক শিক্ষা সমাপনী, এবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ প্রাথমিক সমাপনী পরীক্ষা, এবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ সকাল ১০টার সময় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এবার প্রাথমিকে পাশের হার ৯৫.১৮% এবং এবতেদায়ীতে পাশের হার ৯২.৯৪%। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। আর ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

অপরদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৩.৬৫%। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *