দাড়ি কামানো বন্ধ করতে পাকিস্তানে জঙ্গিরা হুমকি দিয়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানের খাইবার পাখতু্ন প্রদেশে দাড়ি কাটা নিষিদ্ধ করেছে জঙ্গিগোষ্টী। শুধু তাই নই, দাড়ি ছাটাও নিষেধ করেছে জঙ্গিরা। ফ্রেঞ্চ স্টাইল বা পাশ্চাত্যে জনপ্রিয় এরকম স্টাইলে দাড়ি কাটাকেও অনৈসলামিক বলে বর্ণনা করছে এই গোষ্ঠী। দাড়ি কাটা, দাড়ি ছাটা অনৈসলামিক কাজ বলে ঘোষনা করেছে তারা।
এই প্রদেশের সেলুনগুলিতে জঙ্গিরা এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করেছে। যে সমস্ত সেলুন নিষেধ অমান্য করেছে, সেই সেলুনগুলিকে ইতিমধ্যই ভেঙ্গে দেওয়া হয়েছে। খাইবার পাখতুন পাকিস্তানের সবচেয়ে রক্ষণশীল অঞ্চলগুলোর একটি। পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি জঙ্গিদের হটিয়ে এই অঞ্চলের দখল নিয়েছে।