ভারতে ‘৩ তালাক’ বলা হবে ফৌজদারি অপরাধের সামিল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটক
ভারতে ‘তিন তালাক’ দেওয়া হবে ফৌজদারী অপরাধের সামিল। আজই ভারতীয় লোকসভায় এই বিলটি উত্থাপন করা হয়। একদিনের আলোচনায়ই কন্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি লোকসভায় উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কংগ্রেসও বিলটি মেনে নিয়েছে। তবে বেশ কয়েকটি দল এই বিলটির বিরোধীতা করেছিল। আবার কয়েকটি দল বিলটির বিরোদ্ধে সংশোধনী এনেছিল তবে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
এই বিলটি পাস হওয়ার ফলে ভারতে তিন তালাক অকার্যকর হয়ে গেল। তবে ইসলামী চিন্তাবিদরা মনে করেন, তিন তালাকের বিষয়টি একটি ধর্মীয় বিষয়। এই বিল পাস হওয়ার ফলে তালাক নিয়ে মুসলিম সমাজে জটিলতা বাড়বে।