আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের তালিকা করছে রাজ্য সরকার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আসামে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম অভিবাসীদের তালিকা তৈরী করছে রাজ্য সরকার। আর এই তালিকা তৈরীর প্রধান দায়িত্বে আছেন রাজ্যের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। এই বিতর্কিত তালিকা নিয়ে ইতি মধ্যই গোটা আসাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তালিকাটি আগামী রবিবার প্রকাশ করার কথা রয়েছে। ১৯৭১ সালের ২৪শে মার্চের পরে যারা বাংলাদেশ থেকে আসামে গিয়েছেন রাজ্য সরকারের ভাষায় তারা অবৈধ অভিবাসী। এদেরকে আসাম থেকে বেড় করে দেওয়া হবে। তবে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উক্ত তারিখের পরে আসাম গমন করেছেন তাদেরকে বেড় করে দেওয়া হবে না বলে রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন। এ নিয়ে মুসলিম নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সরকারকে হুশিয়ার করে বলেছেন, এ জাতীয় কর্মকান্ডে রাজ্যে জুড়ে বিশৃংঙ্খলা সৃষ্টি করবে এবং তা আসামের স্থিতিশীলতা নষ্ট করবে।তবে মুসলিম ব্যতীত অন্য ধর্মের তথা হিন্দু, খৃষ্টান কিংবা বৌদ্ধদের জন্য রাজ্য সরকার শিথিলতা প্রদর্শন করবে। এমনকি যে সমস্ত হিন্দু , খৃষ্টান কিংবা বৌদ্ধ ২০১৬ সালের আগে আসামে আশ্রয় নিয়েছে, তাদেরকে অবৈধ অভিবাসী হিসাবে গন্য করা হবে না বলে রাজ্যে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র মুদি নির্বাচনের পূর্বে ঘোষনা দিয়েছিলেন, বিজিপি জিতলে আসাম থেকে অবৈধ মুসলিম অভিবাসীদের বেড় করে দেওয়া হবে। আসামে এখন বিজিপির সরকার রয়েছে। তাই তারা হিন্দুত্ববাদী মুদির এজেন্ডা বাস্তবায়ন করছে। আর রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের এহেন সাম্প্রদায়িক কর্মকান্ডের ফলে অসাম্প্রদায়িক ভারতের চরিত্র হরন হচ্ছে। উল্লেখ্য আসাম রাজ্যে প্রায় ২৪ লক্ষ মুসলমান আছে।