দ্বীপ ও হাওর অঞ্চলে নৌ অ্যাম্বোলেন্স দেওয়া হবে-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বীপ ও হাওর অঞ্চলে নৌ অ্যাম্বোলেন্স দেওয়া হবে। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরী করা হবে। উপজেলা পর্যায়ের ডাক্তারদের আবাসিক সমস্যা সমাধান করা হবে। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭টি সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বোলেন্স প্রদান করা উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে সমস্ত ডাক্তাররা উপজেলা পর্যায়ের হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হয়ে অনুপস্থিত থাকেন তারা চাকুরী ছেড়ে দিতে পারেন। তাদের স্থলে আমরা নতুন ডাক্তার নিয়োগ দিব। আমরা অনেকগুলি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। মেডিকেলগুলিতে রুগী হত্যাকারী ডাক্তার নাকি রুগী রক্ষাকারী ডাক্তার তৈরী হচ্ছে তা কর্তৃপক্ষকে দেখতে হবে। ডাক্তারদের মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।