মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক রিমান্ডে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে রিমান্ডে নিয়েছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারের পর এদেরকে গোপন স্থানে রাখা হয়েছিল। দীর্ঘদিন গোপন স্থানে আটক রাখার পর এদেরকে আজই আদালতে এনে রিমান্ড চাইলে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরা দুইজনই মিয়ানমারের নাগরিক ও বার্তা সংস্থা রয়টার্সের স্থানীয় প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিল। এরা গত অগাস্ট মাসে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষন ও নিপীড়ন শুরু হলে তার খবর সংগ্রহ করে আসছিল।
গ্রেপ্তারের পর আত্নীয় স্বজনরা তাদের সাথে দেখা করতে পারেনি। আজই তাদের প্রথম জনসন্মুখে আনা হয়। তথ্য প্রাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাদের সর্বোচ্চ ১৪ বছরের সাঁজা হতে পারে। গ্রেপ্তার সাংবাদিকদ্বয় বলেন আমরা কোন ভুল করিনি।