মাথা উচু করে চলতে চাই-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মাথা উচু করে চলতে চাই, কারো কাছে হাত পেতে নই। তিনি আজ চট্রগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমিতে ৭৫তম বিএমএ লং কোর্সের কুচকাওয়াজে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১১টার সময় বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে অভ্যর্থনা জানান। প্রধানঅমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে ৩৪৩ জন বাংলাদেশি, পাঁচজন ফিলিস্তিনি ও দুইজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ মোট ৩৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্য ৫০ জন নারীও রয়েছেন। তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কারও বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধানগন, সংসদ সদস্যবৃন্দ, কুটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তাসহ সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.