৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ডিএনসিসি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অননুমোদিত সাইন বোর্ড, ব্যনার, ফেস্টুন, বিলবোর্ড় না সরানোর দায়ে ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতিপূর্বে এ সমস্ত অননুমোদিত সাইন বোর্ড, ব্যনার, ফেস্টুন, বিলবোর্ড় সরানোর জন্য ডিএনসিসির পক্ষ থেকে কোচিং সেন্টারগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল। বহুবার এ সমস্ত কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছিলে। আদেশ না মানায় ডিএনসিসি এই ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।

কোচিং সেন্টারগুলি হল-ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার, এবং প্যারাগন কোচিং সেন্টার। উল্লেখ্য সব কটি কোচিং সেন্টারই ফার্মগেট এলাকায় অবস্থিত। এর আগেও এই কোচিং সেন্টারগুলিতে ভ্রাম্যমান আদালত দেওয়ালে পোষ্টার লাগানো/ দেওয়াল লিখনসহ নানা কারনে জরিমানা করেছিল।

Leave a Reply

Your email address will not be published.