সংবিধান অনুযায়ী নির্বাচন হবে-বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান উনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্যান্য দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশে সংসদ রেখেই নির্বাচন হবে।
আজ দুপুরে ভোলা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের উওরে এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া ২০১৩/২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছেন। নির্বাচন বানচাল করার জন্য পাঁচ শতাধিক স্কুল জ্বালিয়ে দিয়েছিলেন। বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসারকে হত্যা করেছিলেন। কিন্তু তিনি নির্বাচন ঠেকাতে পারেন নাই। এবার খালেদা জিয়াকে নির্বাচনে আসতে হবে। এছাড়া কোন বিকল্প নাই।